কেষ্টর পাশেই আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের সেই বার্তা দিয়ে এ বার তাঁকে বীরের মর্যাদা দিয়ে জেল থেকে ছাড়িয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, "সব তৃণমূল নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দিচ্ছে। গত কাল মলয় ফাইট করে বলে দিয়েছে সব মিথ্যে।" এর পরেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতির প্রসঙ্গে টেনে আনেন।
এর পরেই সম্মেলনে উপস্থিত তৃণমূলের বীরভূম থেকে নির্বাচিত বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ বিভিন্ন পদাধিকারিকদের উঠে দাঁড়াতে নির্দেশ দেন তিনি। তাঁরা নেত্রীর নির্দেশ মতো দাঁড়াতেই নির্দেশের সুরে মমতা বলেন, "এ বার সবাইকে তিন গুণ লড়াই করতে হবে। কেষ্টকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বার করে আনতে হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন