আরও চাপে কেষ্ট। একদিকে অনুব্রত মণ্ডলের মেয়ের সংস্থাকে নোটিশ ধরালো কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের 'দিদি'র রাইস মিলে আবারও হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা।
এদিন ফের অনুব্রত মণ্ডল 'ঘনিষ্ঠ' এক 'দিদি'র রাইস মিলেও ফের হানা দিলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, 'শিব শম্ভু' নামে ওই রাইস মিলের সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। কবে ওই রাইস মিল চালু হয়েছিল? তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে মিলের সমস্ত কাগজপত্র নিয়ে রাইস মিলের বর্তমান মালিক সঞ্জীব মজুমদারকে দেখা করতে আসার জন্য নোটিস দেওয়া হয়েছে। গোরুপাচার কাণ্ডে বেশ কিছু তথ্যের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। যার জন্যই ফের মিলে হানা বলে সিবিআই সূত্রে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন