অবশেষে অনুব্রত মন্ডলের নামে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই চার্জশিট ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, সেই চার্জশিটে নাম রয়েছে সাংসদ শতাব্দী রায়ের। আরও জানা গিয়েছে চার্জশিটে তাঁর নাম রয়েছে সাক্ষী হিসেবে। ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট ৯৫ জনের নাম রয়েছে সাক্ষী হিসেবে। চার্জশিটে তাঁর নাম থাকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শতাব্দী রায়ের নাম কেন রয়েছে সেই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সিবিআই সূত্রে জানা গিয়েছে যে গরুপাচারকান্ডে একটি ছোট জায়গায় উঠে এসেছে শতাব্দী রায়ের নাম।
মনে করা হচ্ছে এই চার্জশিট জমা পরার পরেই অনুব্রত মন্ডলের জামিনের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। আগামী ২৯ অক্টোবর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানি রয়েছে এই মামলার। সেইদিনই এই চার্জশিটের উপর শুরু হবে শুনানি এবং এরপরেই সব সাক্ষীদেরকে ডাকা হবে বলে মনে করা হচ্ছে।
একসময় মন করা হয়েছিল সিবিআই হয়তো আর চার্জশিট জমা দিতে পারবে না কারণ আদালতের ছুটি শুরু হয়ে গিয়েছে। কিন্তু ঠিক ৫৭ দিনের মধ্যে ৩৫ পাতার চার্জশিট জমা দিয়ে দেয় তাঁরা। অর্থাৎ ৬০ দিনের মধ্যে যে জামিন হওয়ার সুযোগ ছিল তা বন্ধ করে দেওয়া হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন