শাসক দলের দুর্নীতি চরমে, এদের বিসর্জনের বাজনা বেজে গেছে! এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার খড়গপুর শহরে বোগদা এলাকায় চায়-পে চর্চা যোগ দেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং সেখানেই তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ফের বক্তব্য রেখেছেন বাংলার প্রসঙ্গে, সেই রাজ্যে শাসনের আইন নয় শাসকের আইন চলে, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''আমরাও বলেছি, আমাদের বিরোধী নেতাও বলেছে এবং এই বিষয়টি সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।
এর পরে তিনি আরও বলেন, ''সাম্প্রদায়িকতা এমন জায়গায় পৌঁছেছে, সেখানেও কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। যারা শাসন করবে, তারা এখন পার্টি বাঁচাতে, নেতা বাঁচাতে ব্যস্ত, পরিবার বাঁচাতে ব্যস্ত, রোজ কোনও না কোনও নেতা, এমপি, এমএলএ জেলে যাচ্ছে, দুর্নীতি চরমে উঠেছে। বিসর্জনের বাজনা বেজে গিয়েছে, সেই জন্যই সরকারের কাছ থেকে আর কিছু আশা করা যাচ্ছে না বলেই মানুষ কোর্টে যাচ্ছে, না হয় কেন্দ্র সরকারের কাছে বারবার আবেদন করছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন