নিয়োগে দুর্নীতি মামলায় প্রতিদিন নয়া তথ্য সামনে নিয়ে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ডেকে পাঠাল ইডি। অফিস ও বাড়িতে তল্লাশি অভিযানের পর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল তাপস মণ্ডলকে। ২০ অক্টোবর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
শনিবার তাপস মণ্ডলের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। মহিষবাথানে ওই টিচার্স ট্রেনিং সেন্টারটির সঙ্গে মানিক ভট্টাচার্য কীভাবে জড়িত তা খতিয়ে দেখে ইডি আধিকারিকরা।
ইডির নজরে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। এই ট্রেনিং সেন্টারে আসতেন মানিক ভট্টাচার্য, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। এদিন তালা ভেঙে অফিসের ভিতরে ঢোকেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আরও জানা গিয়েছে, তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে পাঁশকুড়াতেও। পাঁশকুড়া ব্লকের অন্তর্গত মাইশোরা এলাকার রাসবিহারী প্রাইভেট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের আজ হদিস মেলে। জেলার একাধিক জায়গায় বেশ কয়েকটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বলে জানা যাচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন