প্রায় ৫৭৫ দিন হয়ে গেল ধর্মতলায় ধরনায় বসে রয়েছেন চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। এসএলএসটি নবম-দ্বাদশদের এই ধরনামঞ্চেই গতকাল লক্ষ্মীপুজোও করেন চাকরি প্রার্থীরা। এর চাকরি প্রার্থীকে বলতে শোনা যায়, "আমরা কতদিন রাস্তায় পড়ে থাকব! পাশেই কালকে কার্নিভালের জন্য এত আনন্দ, কিন্তু আমাদের ধরনামঞ্চটাকে সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে।" এই প্রসঙ্গে বলতে গিয়ে রবিবার কুণাল ঘোষ বলেন, সরকার জট খোলার সবরকম চেষ্টা করছে।
এদিন কুণাল ঘোষ বলেন, "একটা বিষয় যখন ঘটে সেটির ক্ষেত্রে বিভিন্ন ক্রিয়াকলাপও থাকতে পারে। কিন্তু মূল জট খোলার কাজটা রাজ্য সরকার করছে। এই রাজ্যের বিরোধীদের একাংশ চাইছে ধরনা মঞ্চগুলো চলুক। কারণ তাদের তো আর অন্য জায়গায় যাওয়ার নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন