নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার আরও গুরুতরও অভিযোগ সামনে আনল তদন্তকারী সংস্থা ইডি।
এদিন মামলা শুরু হলেও মানিককে কোর্ট রুমে হাজির করতে দেরি হয়। এর পরে তাঁকে নিয়ে আসা হয় আদালতে। অস্ত্র মামলায় অভিযুক্ত ও সাইবার মামলায় অভিযুক্তদের সঙ্গে একসঙ্গে বসানো হয় মানিককে। বেশ কিছুক্ষণ সওয়াল-জবাব চলে দু-পক্ষের।
ইডি-র আইনজীবী এদিন আদালতে জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে। তাতে মিলেছে তিন কোটি টাকা। সেই অ্যাকাউন্টটি রয়েছে মানিক ভট্টাচার্যের স্ত্রী ও মৃত্যুঞ্জয় নামে এক ব্যক্তির নামে। ইডি জানতে পেরেছে, বছর ছয়েক আগে মৃত্যুঞ্জয় নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপরও এতদিন কীভাবে ওই নাম রয়ে গিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই তিন কোটি টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন