'আমাকে সার্ভাইভ করতে দিন প্লিজ', কোর্টরুমে আর্জি জানিয়েছিলেন কিছু আগেই। আদালত থেকে বেরিয়ে পার্থ বললেন, দলের সঙ্গে থাকার কথা। সোমবার জোড়া হাজিরা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের মামলার পর ইডির মামলায় হাজিরা দেন পার্থ। আদালত থেকে বেরিয়ে এরপরই পার্থকে বলতে শোনা গেল, "দলের সঙ্গে আছি। সকলে ভাল থাকুন।" এদিন প্রথমে আলিপুর জজ কোর্টে সিবিআইয়ের মামলায় সশরীরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর ভার্চুয়ালি হাজিরা দেন ইডির মামলায়। দুই ক্ষেত্রেই তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন।
প্রথমে সিবিআইয়ের মামলার শুনানি চলাকালীন পার্থর আইনজীবী বলেন, 'যে কোনও কঠিন শর্তে জামিন চাইছি। আমার মক্কেলের পাসপোর্ট জমা রাখা হোক। তাঁকে মনিটর করা হোক। প্রমাণ হওয়ার আগে তাঁকে যেন চোর না বলা হয়। এটা মানবাধিকারের বিষয়। তাঁকে তো চোর প্রমাণ করা হচ্ছে। তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিন।'
এরপরই ইডির মামলায় পার্থর কাছে বিচারপতি জানতে চান কোনও বক্তব্য রয়েছে কি না। প্রশ্ন শুনেই পার্থ বলেন, 'আমার শরীর এখন ভাল নেই। আমার শরীর দিচ্ছে না। সব কেস একসঙ্গে আনা হয়েছে। কিছুই পাওয়া যাচ্ছে না। এরকমভাবে চাপ দেওয়া হয়েছে। আমাকে সার্ভাইভ করতে দিন প্লিজ। বাকিটা আমার আইনজীবী বলেছেন। কিছু খুঁজে না পেয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এজেন্সি।' এদিন তিনি অভিযোগ তোলেন, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরও জামিন পাচ্ছেন না। তাঁর বিরুদ্ধে সমস্ত মামলা এক জায়গায় এনেও কিছুই পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন