তৃণমূল নেত্রীকে এবার লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা বিতর্কে জড়ালেন রাজ চক্রবর্তী। বনগাঁয় দলের বিজয়া সম্মিলনীতে গিয়ে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর মমতা-স্তুতি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তোপ বিরোধীদের।
বনগাঁয় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রাজ চক্রবর্তী বলেন, 'লতা, সচিনকে যেমন নির্দিষ্ট কাজের জন্য পাঠানো হয়েছে।
তবে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই, তোপ বাম-বিজেপির। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'এসব চাটুকারিতা করে মনীষীদেরই অপমান করা হচ্ছে।' সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'রাজ্যের এই দুরবস্থায় হাসির উপাদান জোগাচ্ছেন তৃণমূল নেতারা।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন