বঙ্গ রাজনীতিতে শাসক দলের দুর্নীতি নিয়ে তুমুল চর্চা চলছে। এমন আবহে ভাইফোঁটায় যোগ হল চর্চার নতুন উপাদান। বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতার হাত থেকে ভাইফোঁটা নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
দীর্ঘদিনের রাজনীতিক শোভন ২০১৮ সালে তৃণমূল ছাড়েন। তারপর তিনি বিজেপিতে যোগ দিলেও গত কয়েক বছরে রাজনীতি থেকে ক্রমশ দূরত্ব বেড়েছে তাঁর। কার্যত তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা হয়েছে বেশি। তাই রত্নার দাবি, রাজনীতিতে এলেও উল্লেখযোগ্য কিছু করে উঠতে পারবেন না তিনি। রত্না আরও জানিয়েছেন, শোভনবাবুকে নিয়ে এত চর্চার কোনও কারণ আছে বলে তিনি মনে করেন না।
প্রত্যাবর্তনের জল্পনা নিয়ে রত্না বলেন, 'শোভন বরাবরই মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা নেন। এটা নতুন কিছু নয়। বিজেপিতে চলে যাওয়ার পর দিদির সঙ্গে মনোমালিন্য হয়েছিল। তবে এ নিয়ে এত জলঘোলার কোনও প্রয়োজন নেই। শোভনবাবু ৪-৫ বছর রাজনীতিতে নেই। এখন কিছু করতে গেলে নতুন করে শুরু করতে হবে, আমি যেমন করেছি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন