জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে সায়গল হুসেনকে। আজই তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর পাওয়া গিয়েছে। দিল্লি হাইকোর্টের নির্দেশে এক সপ্তাহের বেশি কেষ্টর প্রাক্তন দেহরক্ষীকে রাজধানীতে রাখা যাবে না। তাই সায়গল হুসেনকে দিল্লিতে এনে আজই কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নেবে ইডি। এরপর ফেরাতে হবে আসানসোল জেলে।
তবে রাউজ অ্যাভিনিউ কোর্টের সিদ্ধান্ত বহাল রাখে দিল্লি হাই কোর্ট। সর্বশেষ শুক্রবার, দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টেও আর্জি জানায় সায়গলের আইনজীবী। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। গোরুপাচর মামলায় অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন। তাকে দিল্লি আনতে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন করে ইডি। সেই আবেদন সাড়া দিয়ে সায়গলকে দিল্লি আনার অনুমতি দেয় রাউজ অ্যাভিনিউ আদালত। সেই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে সায়গলের আইনজীবী। সেখানে ধাক্কা খায় সায়গল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন