তাপস রায়ের পর এবার তাপস চট্টোপাধ্যায়। দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ আনলেন আরও এক তৃণমূল বিধায়ক। বুধবার নিউটাউনে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক রাজারহাট নিউটনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ''আমি খুবই মর্মাহত, গতবারও আমাকে জানানো হয়নি।''
এর পরে তিনি আরও বলেন, ''দু-বছর ধরেই দলে আমার কোন স্ট্যাটাস নেই। একটা দলে চাকর আর বাবু, আর দলে আমার স্ট্যাটাসটা চাকরের কাজ। চাকরদের সম্মান জানিয়ে বলছি, আমি চিরকাল শ্রমজীবী মানুষের লড়াই করেছি।
এরপর নিজের সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরতে তাপস চট্টোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অনুপ্রেরণায় একুশের বিধানসভা ভোটে ৫৬ হাজার ভোটে জিতেছি। নিউটাউনের ইতিহাসে কেউ কখনও এত ভোটে জিততে পারেনি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন