শিয়ালদহ ডেন্টাল কলেজের সামনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ। আর এই বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের সংঘর্ষ বেধে যায়। শনিবার বেলা সাড়ে ১২ টার সময় এই ঘটনাটি ঘটে। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থীরা। রাস্তা থেকে পুলিশ তাদের তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। রাস্তা থেকে কার্যত টেনে হিঁচড়ে চাকরি প্রার্থীদের নিয়ে যায় পুলিশ কর্মীরা।
এইসময় মহিলা চাকরি প্রার্থী বেশি থাকায় পুলিশকে বেগ পেতে হয়। হাতে গোনা সিভিক-সহ চার জন মহিলা পুলিশ ছিল। ফলে মহিলা চাকরি প্রার্থীরা দীর্ঘক্ষণ বসে থাকেন রাস্তায়।
এন্টালি থানার বিশাল পুলিশ এসে শেষ পর্যন্ত বাসে করে বিক্ষোভকারীদের আটক করে। সূত্রের খবর, এদিন কালীঘাটে বিক্ষোভ করার কথা ছিল এই বিক্ষোভকারীদের। কিন্তু যাওয়ার আগে শিয়ালদহ স্টেশন থেকে কিছু জনকে আটক করা হয়। তারপরই ডেন্টাল কলেজের সামনে রাস্তায় বসে পরে বিক্ষোভ কারীরা। পুলিশের সঙ্গে ব্যাপক ঝামেলা হয় বিক্ষোভকারীদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন