প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্রের শর্ত প্রসঙ্গে মুখ খুললেন নদীয়ার কল্যাণীতে বিজেপির হেভি-ওয়েট নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ''আগের থেকেই এই শর্ত গুলো ছিল। এখানের সরকার এইসব মানে না। তাই রিমাইন্ডিং দিয়েছে। যখন প্ল্যানিং হবে, কোন রাস্তাটা তৈরি হবে, সেটা এমএলএ, এমপি-র মতামত নিয়ে করা দরকার। আমি সাড়ে তিন বছরের এমপি আমাকে জিজ্ঞাসা করেনি। গত বছর একবার সার্কুলার দিয়েছিল রাস্তা হয়ে যাওয়ার পর। আমাকে জেলাশাসক পাঠিয়েছিল। এই রাস্তা ঠিক করেছি আমরা করব।" তুই ঠিক করার কে রে? পাবলিক আমাকে জিতিয়েছে আমি ঠিক করবো। তুই ঠিক করে দিয়েছিস। তোর বাপের টাকা? তাই কেন্দ্রের সরকার এদেরকে বারবার শর্ত দিচ্ছে নাহলে টাকা বন্ধ করে দেব। আইনে সবই আছে, কিন্তু এখানকার সরকার কোনও আইন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন