চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। আদালতের এদিনের রায়ে কিছুটা স্বস্তিতে হবু শিক্ষকদের একটা বড় অংশ। প্রাথমিকের ৩৯২৯ শূন্যপদ নিয়ে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল ওই সব শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। এবার সেই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে মান্যতা দিল ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে দু-টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কমিশন। ২০২০ সালের নিয়োগে ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু পরে আরটিআই করে জানা যায়, সেই সময় সাড়ে ১২ হাজার পদে নিয়োগ হয়েছিল। অর্থাৎ ৩৯২৯ পদে নিয়োগ করা হয়নি। সেই পদ পূরণের আর্জিতেই মামলা হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন