তৃণমূল নেত্রীর দুয়ারে গিয়ে চাঁদা চাইলেন সিপিএমের প্রাক্তন সাংসদ। বাম নেতাদের ফিরিয়ে দিলেন না নেত্রী। ফের একবার সৌজন্যের রাজনীতি দেখা গেল জলপাইগুড়িতে।
সামনেই পঞ্চায়েত ভোট। গ্রামেগঞ্জে থাকা বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বাড়াতে, তাঁদের বিষয়ে খোঁজ খবর নিতে সারা ভারত কৃষক সভার সংগঠনের পক্ষ থেকে পদযাত্রা-সহ একাধিক কর্মসূচি নিয়েছে।
বুধবারও তেমন কর্মসূচি নিয়ে জলপাইগুড়ি পাতকাটা এলাকায় চলে আসেন সিপিএমের প্রাক্তন সাংসদ তথা কৃষক নেতা জীতেন দাস। চাঁদা সংগ্রহ করতে করতে তিনি চলে যান তৃণমূল পরিচালিত পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউতের বাড়িতে। সিপিএম নেতাদের দেখে ফিরিয়ে দেননি অনিতা দেবী। তার সাধ্যমতো আর্থিক সাহায্য করেন তিনি।
অনিতা রাউত বলেন, "ওঁরা আমার বাড়ি এসে আমাকে লিফলেট দিয়ে আর্থিক সাহায্য চাইলেন। আমি আমার সাধ্যমতো সাহায্য করলাম।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন