সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত ওই মৎস্যজীবীর নাম ননীগোপাল মণ্ডল (৩৪)। মৃত মৎস্যজীবীর বাড়ি গোসাবা ব্লকের ২ নম্বর সাতজেলিয়া এলাকায়। শনিবার সকালে তিন জন মৎস্যজীবীর একটি দল কাঁকড়া ধরতে উপস্থিত হয় সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গলের গোলভক্সা খাঁড়িতে। সেখানে বিকালে যখন তারা কাঁকড়া ধরছিলেন সেই সময় সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। সুযোগ বুঝে পিছন থেকে বাঘটি আচমকা ওই মৎস্যজীবীর উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন