শুভেন্দুর জেলায় ফের উড়ল লাল আবির। হলদিয়ার পর এবার পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হল সিপিএম। তৃণমূল পেল দ্বিতীয় স্থান। আর বিজেপির ঝুলিতে শূন্য। এই প্রথমবার পাঁশকুড়া সমবায় সমিতির দখল পেল সিপিএম।
যশোড়া সমবায় সমিতির নির্বাচনে জয় পেয়ে উচ্ছ্বসিত সিপিআইএমের পাঁশকুড়া বাজার কমিটির সম্পাদক বলেন, "এই নির্বাচনে বোঝা যাচ্ছে পুনরায় সিপিএমের দিকে মুখ ফিরছে সাধারণ মানুষের। এতে আমরা খুব খুশি। একের পর এক সমবায় সমিতি আমরা জিতছি। এতে বোঝা যায়, তৃণমূলকে সরিয়ে পুনরায় বামেদের আনছে মানুষ। পরিবর্তন শুরু হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন