সোমবারই ডিএ ইস্যুতে আন্দোলনকারীদের যৌথমঞ্চে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে এসেছিলেন, আন্দোলনকারীদের নিঃশর্ত সমর্থন করবেন তাঁরা। তার ঠিক পর পরই বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ডিএ ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী। বললেন, "তৃণমূলের আমলে (প্রথমে) ৯৯ % এবং পরে (দু'দফায়) ৬% ডিএ দেওয়া হয়েছে। ১০৫ শতাংশ ডিএ দিচ্ছি। এর চেয়ে বেশি ডিএ দেওয়ার ক্ষমতা নেই।"
এদিন বিধানসভাকক্ষে দাঁড়িয়ে ডিএ নিয়ে সেই বাম জমানাকেই নিশানা করেন মমতা। তাঁর দাবি, "সিপিএমের আমলে সব ডিএ পেন্ডিং ছিল। আমরা ডিএ দিচ্ছি৷ ৯৯%+৬% ডিএ দিয়েছি।
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আগামী ১০ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের যৌথমঞ্চ। শহিদ মিনারের পাদদেশে ডিএ ইস্যুতে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। সোমবার হঠাৎই তাঁদের মঞ্চে হাজির হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশ্বাস দেন, ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের আন্দলনকে নিঃশর্ত ভাবে সমর্থন করবে বিজেপি। ধর্মঘটকেও নৈতিক সমর্থন জানান এই বিজেপি নেতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন