ফের ধর্মঘট আটকাতে কড়া উদ্যোগ নিল নবান্ন। ধর্মঘটের দিনে গরহাজির কর্মচারীদের বেতন কাটা হবে। কর্মজীবনেও ছেদ (সার্ভিস ব্রেক) পড়বে। ইতিমধ্যে এমন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
সেই সঙ্গেই নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে কোন চারটি ক্ষেত্রে ছুটি মঞ্জুর হবে—
ক) কোনও কর্মচারী যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন।
খ) পরিবারের কারও যদি প্রয়াণ ঘটে।
গ) কোনও কর্মী যদি ৯ মার্চের আগে থেকেই গুরুতর কোনও অসুখের কারণে অনুপস্থিত থাকেন।
ঘ) যে কর্মচারীরা সন্তান পালনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা ৯ মার্চের আগে মঞ্জুর হওয়া মেডিক্যাল বা আর্নড লিভ নিয়ে রেখেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন