নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। এবার এই দুর্নীতিতে নাম জড়িয়েছে ধৃত অয়ন শীল ঘনিষ্ঠ মডেল তথা ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর। অভিযোগ, তাঁকে নাকি কয়েক লক্ষ টাকা দিয়ে একটি গাড়িও কিনে দিয়েছিলেন অভিযুক্ত প্রোমোটার অয়ন।
শ্বেতা চক্রবর্তী বাবা অরুণ বলেন, "অয়ন নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিল শ্বেতাকে। শ্বেতার ছবি দিয়েই ক্যালেন্ডার, ডায়েরি তৈরি করেছিল।" তাঁর কথায়, ওই কাজের বিনিময়েই পারিশ্রমিক পেয়েছিলেন তাঁর মেয়ে। শ্বেতার বাবা জানান, তাঁর মেয়ে সম্পূর্ণ নির্দোষ, তাঁর চাকরির সমস্ত নথি তাঁদের কাছে আছে। এত বড় দুর্নীতি করার মতো মানসিক পরিপক্কতা তাঁর মেয়ের নেই বলেই শ্বেতার বাবার দাবি। এরপরেই তাঁর বক্তব্য, "সঠিক তদন্ত হোক। মহামান্য আদালত যা নির্দেশ দেবেন তাই করব। শ্বেতা যদি কোনও অন্যায় করে থাকে, যদি অপরাধী হয়, তাহলে অপরাধের যা শাস্তি হবে মাথা পেতে নেবে। ও এরকম করতেই পারে না, আমাদের দৃঢ় বিশ্বাস।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন