বঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় জড়াচ্ছে একের পর এক নাম। কে মূল মাথা, তা নিয়ে এখনও নিশ্চিত নয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারই মাঝে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে বিস্ফোরক ইডি-র আইনজীবী। তাঁকে দুর্নীতির ষড়যন্ত্রের শিক্ষক এবং শান্তনুকে ছাত্র বলেই দাবি আইনজীবীর। ইডি হেফাজত শেষে শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সওয়াল জবাব চলাকালীন ইডি-র আইনজীবী বলেন, "আমরা আগে জানিয়েছিলাম সোনার খনির মধ্যে প্রবেশ করেছি। অয়ন শীলের গ্রেপ্তারের পর শুধু স্কুল নিয়োগ নয় অন্য ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এখন দেখছি এই খনি অসীম অনন্ত। দুর্নীতির ষড়যন্ত্রের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক। শান্তনু ছাত্র। পার্থ পথ দেখিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন