শনিবার থেকে বঙ্গে ঝড়ের দাপট কমলেও রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
রবিবারেও রাজ্যের প্রায় সব জেলাতে ই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়, হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন