টানা ১৫ দিন ধরে চলছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। আর সেই জনসংযোগ যাত্রার মুর্শিদাবাদের কর্মসূচি শেষ দিনেই বিস্ফোরক কিছু মন্তব্য কার্যত শোরগোল ফেলে দিল রাজনৈতিক মহলে। সোমবার মুর্শিদাবাদের কুলিতে অধিবেশন কর্মসূচিতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অধিবেশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন '২০১১ এর পর দলে অনেক বেনোজল ঢুকে গিয়েছিল।
যদিও এর আগেও তৃণমূল কংগ্রেসের অন্দরে 'বেনোজল' ঢোকা নিয়ে বেশ কয়েকবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। শুধু তাই নয় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও সতর্ক করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। এর পাশাপাশি পঞ্চায়েত প্রধানদেরও সতর্ক করেছেন তিনি। পঞ্চায়েত প্রধানদেরও সতর্ক করে তিনি জানিয়ে দিয়েছেন তিন মাস অন্তর অন্তর পঞ্চায়েত প্রধানদের কাজের মূল্যায়ন তিনি নিজে করবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন