আগামি তিন মাসের মধ্যে পুলিসে সব নিয়োগ কমপ্লিট করতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিস নিয়োগে একাধিক জটিলতা হওয়ার অনেকদিন ধরেই আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এদিন পুলিস নিয়োগ প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগে যখন পুলিসে লোক নেওয়া হত, ৬ মাস প্রশিক্ষণ দিতে হত। হাজার হাজার নিয়োগের জন্য পড়ে রয়েছে।
এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, 'আমি স্পষ্ট বলছি তিন মাসের মধ্যে পুলিসের সব নিয়োগ শেষ করতে হবে। ট্রেনিং হিসেবে আগে যেটা ৬ মাসে দিতে, সেটা ৭ দিনে দাও। এক একটা পুলিস স্টেশনে লোক পাঠাও। সেখানে ফোর্স বাড়াও। এরপর যখন ফিল্ড ট্রেনিং দেওয়া হবে, তখন সাতদিন করে অন্যান্য ট্রেনিং দেওয়া হোক। মাসের মধ্যে ২১ দিন ফিল্ডে কাজ করানো হোক এবং সাতদিন অন্যান্য বাকি ট্রেনিং করান।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন