কর্ণাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড় জয়। ১৩৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ফলে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে এগিয়ে রয়েছে কংগ্রেস। অনেক পিছিয়ে বিজেপি এগিয়ে ৬৩টি আসন।
রাহুল গান্ধি বলেন, "কর্ণাটকের কংগ্রেসের সমস্ত নেতাকে শুভেচ্ছা জানাই। কর্ণাটকের ভোটে একদিকে সাধারণ মানুষের শক্তি ছিল, আর সেই শক্তিতেই জিতে গেছি। এটাই এখন সব রাজ্যে হবে। কর্ণাটক গরিবদের পক্ষে লড়াই করেছে। গরিবদের সঙ্গে থেকেছে। কর্ণাটকের জনগণ আমাদের দেখিয়েছেন, যে এই দেশের মানুষ ভালবাসার পক্ষে রায় দিয়েছেন।"
রাহুল গান্ধি আরও বলেন, "কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ। এখন ভালবাসার সময় শুরু হল। এটা সত্যের জিত। এটা কর্ণাটকের জনগণের জয়। কর্ণাটকে বিধানসভার প্রচারে আমরা জনগণের কাছে ৫টা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ৫টা প্রতিশ্রুতি পূরণ করব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন