পঞ্চায়েত নির্বাচন কবে? এই প্রশ্নের উত্তর মিলছে না বহুদিন ধরেই। প্রথমে মনে করা হয়েছিল, মাধ্যমিক- উচ্চমাধ্যমিক মিটলেই গ্রাম বাংলায় ভোটের দামামা বাজবে। কিন্তু সেই অনুমান মেলেনি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সম্ভবত স্পষ্ট করে দিলেন, কবে পঞ্চায়েত ভোট হতে পারে রাজ্যে।
তৃণমূল শীর্ষ নেতা গতকাল মুর্শিদাবাদে সভা করতে ইঙ্গিত দিয়েছেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি মিটলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে।
গত ২৩ এপ্রিল কোচবিহার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছিল। সবমিলিয়ে দু-মাস এই জনসংযোগ কর্মসূচি চলার কথা। অভিষেকের ইঙ্গিত ধরলে, জুন মাসের শেষে বা জুলাইয়ের আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।
অভিষেক রবিবার বলেন, 'বিজেপি-র বি টিম কংগ্রেসের নেতাদের যোগ্য জবাব দিতে হবে। আমি আপনাদের বলছি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শেষ হবে, পঞ্চায়েত নির্বাচন হবে।'
এ বছরের শুরু থেকেই পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আইনি জট মিটে গেলেও পঞ্চায়েত ভোটের সূচি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের সম্ভাব্য সময় নিয়ে ভবিষ্যদ্বাণী করায় আসরে নেমেছে বিরোধীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন