আরও চাপে শাসক দল তৃণমূল। এবার আয়কর হানা তৃণমূল বিধায়কের বাড়িতে। আয়কর আধিকারিকদের সঙ্গে ইডি সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির পাশাপাশি বিধায়কের অফিসেও চলছে অভিযান। এমনকি বিধায়কের গ্রামের আদি বাড়িতেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা হানা দিয়েছেন বলে খবর।
এদিন সাত সকালেই বাড়িতে পৌঁছে যান আয়কর ও ইডি আধিকারিকরা। ৪টি গাড়ি করে আসেন কেন্দ্রীয় আধিকারিকরা। বাড়ি ও অফিস, দুই-ই ঘিরে রেখে চলছে তল্লাশি। বিধায়কের বিভিন্ন ব্যবসা রয়েছে বলে খবর। স্থানীয়দের কথায়, ছোটো একটা ব্যবসা থেকে আচমকা উত্থান হয় কৃষ্ণ কল্যাণীর। একথা নিজেও অবশ্য বহু বার বলেছেন বিধায়ক। বিশাল বাংলো স্টাইল বাড়ি, বিশাল বহুতল অফিস। আচমকাই গড়ে ওঠে সব। ২০১৬-২০১৭ সালের পর। এখন সেই উত্থানের পিছনে কোনও রকম অসঙ্গতি রয়েছে কিনা, সেটাই এবার আয়কর ও ইডি আধিকারিকদের আতস কাঁচের তলায়। অর্থাৎ আয়ের সঙ্গে কোনওরকম সঙ্গতিহীন সম্পত্তি আছে নাকি, সেটাই এবার খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় আধিকারিকরা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন