ফের বাড়ছে মাতৃত্বকালীন ছুটি? এবার থেকে এক ধাক্কায় ৭৩০ দিন মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন সদ্য প্রসূতি মায়েরা। মানে একবারে ২ বছরের মাতৃত্বকালীন ছুটি! এদিন লোকসভায় জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
এদিন লোকসভায় লিখিত বিবৃতি দেয়ে কেন্দ্রীয় পার্সোনেল মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, গোটা চাকরি জীবনে একজন কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী মা বা সিঙ্গল বাবা সর্বাধিক দুজন সন্তানের জন্য এই ৭৩০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। সন্তানের ১৮ বছর বয়স হওয়া অবধি এই ছুটির সুবিধা নেওয়া যাবে। আর সন্তান যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তবে সেক্ষেত্রে এই ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ নেওয়ার ক্ষেত্রে কোনও বয়সের ঊর্ধ্বসীমা থাকছে না।
প্রসঙ্গত, বর্তমানে আইন অনুযায়ী সরকারি ও বেরসরকারি উভয় ক্ষেত্রে মহিলা কর্মীরা সর্বাধিক ১৮২ দিন বা ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি বা চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের এই নতুন আইন ভবিষ্যতে বেসরকারি ক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর বিষয়েও ভূমিকা নিতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন