ওড়িশায় বার্ড ফ্লু আতঙ্ক বাড়ছে। এর মধ্যেই পুরী জেলার পিপিলি এলাকার ৫৪ টি ফার্মের ৫০ হাজার মুরগি মারা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই, ভাইরাসের বিস্তার রোধে ১২ সদস্যের একটি দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
কীসের ভিত্তিতে খামার বাছাই করা হয়েছে তা নিয়েও ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে স্বচ্ছভাবে খামার নির্বাচন না হলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ১৫০ টিরও বেশি খামার থাকলেও, পিপিলি তেশুপুর এলাকায় ৫৪ টি খামারকেই সংক্রামিত ঘোষণা করা হয়েছে। পালটা খামার ব্যবসায়ীরা পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন