গত মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষপদে গিয়েছেন জয় শাহ। সেই কারণে বৃহস্পতিবার সমাজমাধ্যমে তাঁর বাবা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, "অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার পুত্র রাজনীতিবিদ হননি। তার বদলে আইসিসির চেয়ারম্যান হয়েছেন। এই পদটি অধিকাংশ রাজনৈতিক পদের থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
রাজনীতির লোকজন মমতার অভিনন্দনবার্তার মধ্যে অন্য রকম 'তাৎপর্য' খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন, সাদা চোখে না-ধরা পড়লেও মমতার বার্তার মধ্যে কটাক্ষের উপাদানও রয়েছে। কারণ, মমতা 'পুত্র' শাহকে অভিনন্দন জানাননি (মমতার বার্তায় জয় শাহের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি)। মমতা অভিনন্দন জানিয়েছেন 'পিতা' শাহকে। অথচ, আইসিসির চেয়ারম্যান হয়েছেন 'পুত্র' শাহ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন