আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের তদন্তে আজ, সোমবার দ্বিতীয় দিনের শুনানি। এদিনের শুনানির শুরুতেই স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে রাজ্য। শুনানির শুরুতেই এসজি তুষার মেহতার অভিযোগ, রাজ্যের তরফে অনেক কিছুই লোকানো হয়েছে।
প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কলকাতা পুলিশ গোটা প্রসিডিংসের ভিডিও ফুটেজ সিবিআইকে দিয়েছে? কলকাতা পুলিশ পুরো সার্চ সিজারের ফুটেজ সিবিআই কে দিয়েছে? রাজ্যের আইনজীবী কপিল সিবাল উত্তরে জানান দিয়েছ। সিবিআই-এর তরফে জানানো হয়, ৪টি ক্লিপে ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে।
আরজি কর তদন্তে সমস্ত নমুনা পরীক্ষার জন্য এইমস এবং অন্য ফরেন্সিক সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই— রাজ্যের এফএসএলের নমুনা এবং তার রিপোর্ট নিয়ে প্রশ্ন সিবিআই এর। তুষার মেহতার তরফে জানানো হয়, 'কে নমুনা নিয়েছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন