পুজোর আগে থেকে তাঁকে বিশেষ দেখা যাচ্ছিল না। বিভিন্ন মহল থেকে শোনা গিয়েছিল, চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে দীর্ঘদিন পর কালীপুজোয় ফের প্রকাশ্যে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ। বৃহস্পতিবার সন্ধেবেলা সপরিবারে তাঁকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সাদা পাঞ্জাবি-পাজামার সঙ্গে বিশেষ নজর কাড়ল অভিষেকের কালো চশমা। অবিকল সানগ্লাসের মতোই সেই চশমা পরতে হচ্ছে সম্ভবত চিকিৎসকদের পরামর্শ মেনে। অনেকদিন পর পরিবার ও দলের সকলের সঙ্গে দেখা, সকলের পা ছুঁয়ে প্রণাম করলেন অভিষেক। তার পর মুখ্যমন্ত্রীর পাশে বসেই পুজোয় অংশ নিলেন তিনি।
২০১৬ সালে দুর্গাপুরের কাছে বড়সড় দুর্ঘটনার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। সিঙ্গাপুরে চিকিৎসার পরও তা পুরোপুরি ঠিক হয়নি। প্রায় প্রতি বছর তাঁকে চোখের চিকিৎসার জন্য যেতে হয় বিদেশে। এবছরও পুজোর আগে তিনি গিয়েছিলেন আমেরিকায়। উৎসবের মরশুমে শহরে ছিলেন না। যদিও আগেই তিনি সেকথা ঘোষণা করে রাজনৈতিক পরিসর থেকে খানিকটা বিরতি নেবেন বলে জানান। তা সত্ত্বেও অবশ্য একাধিক ইস্যুতে অভিষেককে সোশাল মিডিয়ায় সরব হতে দেখা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন