চিঠি দিয়ে আবেদন করেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেখা না পাওয়ায় মন ভেঙে গিয়েছে আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের। অভয়া কাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে ১৭ ঘণ্টা ছিলেন। ই-মেল করে তাঁর সাক্ষাৎপ্রার্থী বলে জানিয়েছিলেন অভয়ার বাবা-মা। কিন্তু তিনি রাজ্যের একাধিক কর্মসূচির পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেও অভয়ার বাবা-মাকে ১০ মিনিট সময় দেননি। শুক্রবার হতাশা প্রকাশ করে সাংবাদিকদের জানিয়েছেন, "এখানে যখন এসেছিলেন, তখনই সাক্ষাৎ হলে ভালো হত। কিছুটা শান্তি পেতাম। মনের জোর বাড়ত।"
মেয়ের মৃত্যুর পর কোর্টে সিবিআই তদন্ত দাবি করেছিলেন অভয়ার বাবা-মা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট সেই সময় সিবিআই তদন্ত দাবি করে। যদিও ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে মূল অভিযুক্ত বলে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। বস্তুত হাই কোর্টের নির্দেশে তদন্ত হাতে নিয়ে সেই সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত ও ধর্ষণকারী দেখিয়ে ৫৮ দিনের মাথায় চার্জশিটও জমা দিয়েছে সিবিআই। কিন্তু আন্দোলনকারী ডাক্তারদের ফ্রন্ট এখন সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও এদিনও নিজের বাড়িতে বসে সিবিআইয়ের প্রতি আস্থা জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন