হাসপাতাল থেকে ফিরলেন সিপিএম নেতা বিমান বসু। গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার রাতে ছাড়া পান তিনি। তাঁর বাড়ি বলতে আলিমুদ্দিন স্ট্রিটের মুজ্ফফর আহমেদ ভবন। সেখানেই রাতে ফিরেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। জানা গিয়েছে, সুস্থ হয়েই ফিরেছেন তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮৪ বছরের বিমান বসুকে। গত কয়েকদিন ধরে নানা শারীরিক পরীক্ষা নিরিক্ষাও হয়েছে। সেইভাবে কোনও সমস্যা ধরা পড়েনি। চামড়ার ক্ষেত্রে একটু সমস্যা পাওয়া গিয়েছে ঠিকই, যা বয়সজনিত কারণে বলে জানা গিয়েছে। তবে সেটা খুবই সামান্য বিষয় বলে দলীয় সূত্রে খবর।
দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি হলেও মঙ্গলবার সকাল থেকেই সুস্থ হতে শুরু করেন বিমান বসু। সেই সঙ্গে দলীয় দফতরে থাকাকালীন তাঁর যে প্রতিদিনের খাওয়া দাওয়ার অভ্যাসে ছেদ পড়েনি বলে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন