পুর নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের নজরে বিজেপি বিধায়ক। রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী শুক্রবার সকালে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই পুর নিয়োগ দুর্নীতির রহস্যভেদে মরিয়া চেষ্টা চালাচ্ছে সিবিআই। রাজ্যের একাধিক পুরসভায় দফায় দফায় তল্লাশি চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু নথি। সেই সূত্র ধরেই গতবছর সকালে বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। বিধায়কের বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। ভিতরে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এবার বিধায়ককে সিবিআইয়ের দপ্তরে তলব করা হল। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে রানাঘাট পুরসভার এক্সজিকিউটিভ অফিসার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন