হঠাৎ করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না কয়েকশো মহিলার। এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের তমলুকে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। সেই লক্ষীর ভাণ্ডারের টাকা আচমকাই বেশ কয়েক মাস যাবৎ না পাওয়ার অভিযোগ তুলেছেন তমলুক পৌর এলাকার বাসিন্দা কয়েকশো মহিলা। এ নিয়ে তমলুক পুরসভায় জমছে অভিযোগের পাহাড়৷লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা হয়েছে। এলাকার মহিলাদের অভিযোগ, গত ৫ থেকে ৬ মাস ধরে অভিযোগকারী মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বাবদ কোনও টাকাই ঢুকছে না। কেন টাকা বন্ধ হল, সে বিষয়ে ব্যাঙ্ক অথবা পুরসভার আধিকারিকরা কেউই সদুত্তর দিতে পারছেন না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন