প্রায় ৩৬০ দিন পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটেছে মহম্মদ শামির। বাংলার হয়ে রনজিতে নেমেই আগুনে বোলিং করেছেন এই তারকা পেসার। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলেও আছেন মহম্মদ শামি। সদ্য সিএবি থেকে টি-টোয়েন্টি টুর্নামেন্টের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে শামির অন্তর্ভুক্তি ঘটেছে। দলকে নেতৃত্ব দেবেন সুদীপকুমার ঘরামি। ২৩ নভেম্বর বাংলার প্রথম ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে। রাজকোটে হবে এই ম্যাচটি। সেই ম্যাচেও দেখা যাবে শামির বোলিং। রনজি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশকে হারিয়ে উদ্দীপ্ত লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল। দলে ফিরেছেন ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া অভিষেক পোড়েল। সেই ম্যাচে ৭ উইকেট তোলার পর, এই ম্যাচেও শামির বোলিং দেখার জন্য উৎসুক ক্রিকেটভক্তরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন