আলিপুর জানিয়ে দিয়েছে, বৃষ্টি আর নেই। শুষ্ক আবহাওয়া বঙ্গজুড়ে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া এখনও সেভাবে প্রবেশ করছে না। উত্তর এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে সেভাবে ঠান্ডা না-পড়লে বঙ্গে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম থাকে। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে।
উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে দু-এক ঘণ্টার জন্য কোথাও কোথাও কুয়াশা কিংবা ধোঁয়াশা হতে পারে। দিন তিনেক পর রাজ্যে পারদ নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচেও নামতে পারে। ফলে সপ্তাহান্তে ঠান্ডার আমেজ থাকবে। অর্থাৎ নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন