কোন কোন মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হবে খোরপোশের পরিমাণ? একটি বিবাহবিচ্ছেদের মামলায় আট মানদণ্ডের কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের উচ্চ এবং নিম্ন আদালতগুলির প্রতি শীর্ষ আদালতের ‘পরামর্শ’, এই আট মানদণ্ডের কথা মাথায় রেখেই তারা যেন বিবাহবিচ্ছিন্না স্ত্রীর খোরপোশের পরিমাণ নির্ধারণ করে।
বুধবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ আট মানদণ্ডের কথা উল্লেখ করেছেন।
১ স্বামী এবং স্ত্রীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা
২ ভবিষ্যতে স্ত্রী এবং সন্তানদের ন্যূনতম চাহিদা
৩ উভয় পক্ষের (স্বামী এবং স্ত্রী) শিক্ষাগত যোগ্যতা এবং পেশা
৪ আয়ের উৎস এবং সম্পত্তির পরিমাণ
৫ শ্বশুরবাড়িতে থাকার সময়ে স্ত্রীর জীবনযাত্রার মান
৬ তিনি কি পরিবারকে দেখার জন্য চাকরি ছেড়েছেন
৭ কর্মহীন স্ত্রীর আইনি লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ
৮ ভরণপোষণের খরচ ছাড়াও স্বামীর অন্যান্য খরচ, আর্থিক অবস্থা এবং তাঁর আয়
বুধবার বিবাহবিচ্ছেদের একটি মামলা শুনছিল হয় সুপ্রিম কোর্ট। সেখানে জনৈক প্রবীণকুমার জৈনকে প্রাক্তন স্ত্রী অঞ্জু জৈনের কাছে ভরণপোষণের খরচ বাবদ ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ওই মামলার সূত্রেই ওই আট মানদণ্ডের কথা জানায় দুই বিচারপতির বেঞ্চ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন