শেষ পর্যন্ত অমীমাংসিতই থাকল ব্রিসবেন টেস্ট। পঞ্চম দিনে ভারতের সামনে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও প্রথম খারাপ আলো এবং তার পর বৃষ্টির কারণে আর খেলাই শুরু করা যায়নি। তৃতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ আপাতত ১-১ থাকল। এর পরে বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। তার পর সিরিজের শেষ টেস্ট সিডনিতে৷ ফলে টিম ইন্ডিয়ার সামনে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকল।
গতকাল পর্যন্ত ব্রিসবেন টেস্টে হারের ভয় তাড়া করছিল রোহিতদের। সেখান থেকে শেষ উইকেটে ফলো অন বাঁচিয়ে দেন জশপ্রীত বুমরাহ এবং আকাশদ্বীপ সিং। এই অবস্থা থেকে ব্রিসবেন টেস্ট বাঁচিয়ে দেওয়ায় বিরাট-রোহিত-বুমরাদের আত্মবিশ্বাসও অনেকটা বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে ভারত ২৬০ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮ রান তোলে ভারত। এর পরেই খারাপ আলোয় খেলা বন্ধ হয়ে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন