এবারের শীতের বিদায় বৃষ্টি দিয়েই। ১৯ ফেব্রুয়ারি বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু। বৃষ্টি চলবে ২০ তারিখে বৃহস্পতিবার। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত। জোড়া সিস্টেমে বৃষ্টি দিয়েই শীত বিদায় বঙ্গে। সোমবার রাত থেকে তাপমাত্রা বৃদ্ধি রাজ্যে। উত্তর এবং দক্ষিণে ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধি। উত্তরের দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভবনা আজও। মঙ্গলবার থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমান বাড়তে শুরু করবে। মঙ্গলবার থেকেই শীতের অনুভূতি বিলুপ্ত। সেদিন বিকেলের পর থেকেই আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিপরীত ঘূর্ণাবর্ত। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গে রবিবার রাতের আগে পর্যন্ত খুব উল্লেখ্যযোগ্য পারদ উত্থান পতন নেই। হওয়া বদল হবে সোমবার রাতের পর থেকে। মঙ্গলবার থেকে জেলায় জেলায় আংশিক কখনও সম্পূর্ণ মেঘলা আকাশ। ১৯ ফেব্রুয়ারি থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। ২০ ফেব্রুয়ারি কলকাতা-সহ গাঙ্গেয় এবং পশ্চিমের জেলায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন