ক্রমশ চড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। ঠান্ডার আমেজ সরে গিয়ে উষ্ণতার উপস্থিতি জানান দিচ্ছে। গত ২৪ ঘণ্টার তুলনায় সোমবার প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই ঠান্ডা গরমের মিশেলে হাওয়ায় বসন্তের ছোঁয়া। আজ দিনের আকাশ মুলত পরিষ্কার থাকবে । তবে ভোরে কুয়াশা থাকবে। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। যার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে । তবে বুধবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের বেশিরভাগ সময় গরম অনুভূত হবে। ক্রমশ উধাও হবে শীত। ঠান্ডার শিরশিরানি সরিয়ে এবার গরমের প্রস্তুতিতে বসন্তের আগমনী। তবে বসন্তের শুরুতেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি।
বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। আজ ও আগামিকাল মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাত।।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন