গত শুক্রবার থেকে মুর্শিদাবাদে দফায় দফায় অশান্তির ছবি দেখা গিয়েছে। সেই আবহেই তিনজনের মৃত্যুও হয়েছে ওই জেলায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। জ্বালিয়ে দেওয়া হয়েছে শতাধিক বাড়ি। সামসেরগঞ্জ, ধুলিয়ানের আকাশে এখনও পোড়া গন্ধ। তারই মধ্যে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে 'প্ররোচনা'র কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তিনি।
মমতা বলেন, "যেখানে গণ্ডগোল হয়েছে, সেটা মুর্শিদাবাদের (লোকসভা) আসনের আওতায় নয়, মালদহের (লোকসভা) আসনের অধীনে। ওটা কংগ্রেসের জেতা আসন।" উল্লেখ্য, মালদহ দক্ষিণ কেন্দ্রের সাংসদ কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী। আর মুর্শিদাবাদের ধুলিয়ান ওই কেন্দ্রের অধীনে।
এর পরে কংগ্রেসের উদ্দেশে মমতা আরও বলেন, "জেতার সময় জিতবে, আর দাঙ্গা হলে রাস্তায় বেরবে না, এটা আশা করি না। কিছু ঘটলে জন প্রতিনিধিদের সঙ্গে থাকতে হবে।" ওই অশান্তির মাঝে তৃণমূলের তিন বিধায়কের বাড়িতে হামলা হয়েছে বলেও দাবি করেন মমতা। সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করত, তাহলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি আক্রান্ত হত না। পার্টি অফিসও ভাঙা হত না।"
কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "ভোট-রাজনীতি করতে গিয়ে শুভ-অশুভের পার্থক্যই ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা চাই, তাঁর শুভবুদ্ধির উদয় হোক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন