পহেলগাঁও হামলার পর থেকে যখন ভারত-পাক সম্পর্কে উত্তেজনা তুঙ্গে, সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করে জঙ্গিদমনে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন সময় জানা গেল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নাকি হাসপাতালে ভর্তি। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। অনেকেই বলছেন, পহেলগাঁও হামলার পিছনে পাক যোগের একের পর এক প্রমাণ ফাঁস হতেই অস্বস্তিতে পাক সরকার। তাই মুখ লুকোতেই হাসপাতালে আশ্রয় নিয়েছেন শেহবাজ শরিফ। যদিও পাক সরকার সূত্রে দাবি, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নাকি অশ্বের সমস্যা ধরা পড়েছে। ২৭ এপ্রিল থেকেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল ভারতের হামলার ভয়ে পাক সেনাপ্রধান আসিম মুনির নিজেই নাকি রাওয়ালপিন্ডিতে ব্যাংকারে লুকিয়ে রয়েছেন! আসলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি পাকিস্তানের সেনাপ্রধানকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন