ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, তাদের ধরে, যোগ্য শাস্তি দেবে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে বিহারের মধুবনিতে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে জঙ্গি হামলার পরে প্রথম প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বক্তৃতার শুরুতেই জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিটের নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। বিহারের মধুবনীতে জাতীয় পঞ্চায়েতি রাজ ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। এদিন ভাষণ দেওয়ার মাঝে হিন্দি থেকে ইংরেজি ভাষাতেও বক্তৃতা করতে দেখা যায় তাঁকে।
প্রথম প্রতিক্রিয়ায় মোদি জানান, "জঙ্গিরা নৃশংস ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরেছে, ভারত প্রত্যেক নিহতের পরিবার-পরিজনদের পাশে আছে।" এরপরেই মোদির হুঁশিয়ারি, "প্রত্যেক ষড়যন্ত্রী, জঙ্গি, যাঁরা এই কাজ করেছে, তারা ভাবতেও পারবে না তাদের কী শাস্তি দেওয়া হবে।" পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে বলে এদিন আশ্বাস দেন মোদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন