দুর্যোগের ঘনঘটা বঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা। এপ্রিলের শেষে হাঁসফাঁস গরম থেকে মিলবে রেহাই। যদিও এই দুর্যোগেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপটে তাপমাত্রার পারদ নামবে জেলায় জেলায়। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। টানা সাতদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন