টানা সাতদিন ধরে কালবৈশাখীর তাণ্ডব চলবে বাংলা জুড়ে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত ও তুমুল বৃষ্টির কমলা ও হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। চৈত্রের শেষলগ্ন থেকে বৈশাখের শুরুতে খানিকটা স্বস্তির আবহাওয়াই বজায় থাকবে জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। কিন্তু কালবৈশাখীর দাপটে চড়া রোদের তেজ থেকে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন, অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য জারি রয়েছে হলুদ ও কমলা সতর্কতা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন