প্রথমদিন অপারেশন সিঁদুরের সাংবাদিক বৈঠকে সামনে আসার পর থেকেই কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কৌতূহল তুঙ্গে। আর তিনি নিজে সেনাবাহিনীতে আসার জন্য মাঝপথে ছেড়ে দেন পিএইচডি। সেনা পরিবারেরই মেয়ে কর্নেল সোফিয়া কুরেশি। বাবা-ঠাকুর্দা সবাই ছিলেন সেনাবাহিনীতে। মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যাল থেকে জৈব রসায়নে স্নাতকোত্তর করেন কুরেশি। মাস্টার্স ডিগ্রি অর্জনের পর কলেজে পড়ানোও শুরু করেন। এর পাশাপাশি শুরু করেন পিএইচডি-র কাজও। কিন্তু ভারত সরকার যখন সেনাবাহিনীতে উচ্চপদে মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে, তখন মাঝপথেই পিএইচডি ছেড়ে সেনায় যোগ দেন কর্নেল সোফিয়া কুরেশি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন