চলতি মাসে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর পিছিয়ে গেল। শোনা যাচ্ছে, অন্তত সাতদিন পর তিনি কলকাতায় আসতে পারেন। তবে সফর পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি সূত্রে এখনও এবিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি। একাধিক কারণ নিয়ে কানাঘুষো চলছে। দিল্লির তরফেও অমিত শাহর বঙ্গ সফর নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরবঙ্গে আসার ঠিক পরপরই অমিত শাহের সফর চাইছে না বঙ্গ বিজেপি। বরং কয়েকদিন পর তিনি এলে সংগঠন নতুন করে উদ্যমী হয়ে উঠবে। আগামী ২৯ তারিখ আলিপুরদুয়ারে জোড়া সভা করতে আসছেন নরেন্দ্র মোদি। প্যারেড গ্রাউন্ডে তিনি প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই সফর দিয়েই সলতে পাকানো শুরু বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। ঠিক তার দু’দিন পর, ৩১ মে রাতে কলকাতায় পা রাখার কথা ছিল অমিত শাহর। এই সফর নিয়ে যদিও নিশ্চিত করে কিছু বলেনি বঙ্গ বিজেপির নেতারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন